Header Ads

Header ADS

মোবাইল মেন্যু পিন পরিবর্তন

Image result for bkash mobile recharge
আপনার বিকাশ একাউন্ট আরো সুরক্ষিত করতে ৫ ডিজিট-এর পিন (PIN) নাম্বার ব্যবহার করুন। পিন (PIN)  নাম্বার পরিবর্তন করতে *247# ডায়াল করে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
-৬ টাইপ করে My bKash সিলেক্ট করুন
-৩ টাইপ করে Change Mobile Menu PIN সিলেক্ট করুন
-আপনার বর্তমান পিন (PIN) নাম্বারটি দিন
-৫ ডিজিটের একটি নতুন পিন (PIN)  নাম্বার দিন
-পুনরায় নতুন পিন (PIN) নাম্বার দিয়ে কনফার্ম করুন
-আপনার মোবাইলে একটি কনফার্মেশন পাবেন
পিন (PIN)  নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:

- পিন (PIN) নাম্বার অবশ্যই ৫ ডিজিটের হতে হবে
- পিন (PIN) নাম্বার দেয়ার সময় শুধু সংখ্যা ব্যবহার করতে হবে
- নতুন পিন (PIN) নাম্বার সেট করার ক্ষেত্রে সর্বশেষ ব্যবহৃত তিনটি পিনের কোনোটিই ব্যবহার করা যাবে না
- এক ঘণ্টার মধ্যে তিন বার ভুল পিন (PIN) দিলে, পিন (PIN)  লক হয়ে যাবে
- পিন (PIN) নাম্বারের প্রথম সংখ্যাটি শূন্য (০) হওয়া যাবে না
- আট (৮) ঘণ্টার মধ্যে দুই বার পিন (PIN)  পরিবর্তন করা যাবে না
- ধারাবাহিক এবং একই ডিজিটের নাম্বারগুলো পিন (PIN)  নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে না; যেমন 1111, 22222,  12345, 23456, 98765, 87654, 54321 ইত্যাদি

No comments

Theme images by chuwy. Powered by Blogger.